সমুদ্র বিষয়ক লেখাপড়ার জন্য বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সুইডেনের মালমোর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেজর (অব.) মুনির উদ্দীন আন্তর্জাতিক সামুদ্রিক আইনের উপর গ্রেজুয়েশন ডিগ্রি লাভ করেছেন।
এক বছর আট মাস ব্যপ্তিকালের এ-ই গ্রেজুয়েশনে ছিল লিখিত পরীক্ষা এবং মৌলিক এ্যাসাইন্টমেন্ট। এ-ই কোর্সে Contract Ges Tort Law, Sales of Goods by Sea Act, Bill of Lading, Charter Party, Marine Insurance, Conflicts of Laws & Forum Shopping Maritime Law and International Trade, International Finance ইত্যাদি বিষয়গুলো বিশদভাবে পড়ানো হয়েছে। তিনি বর্তমানে উক্ত ইউনিভার্সিটিতে এল,এল,এম (মাস্টার্স) এ অধ্যয়নরত। ২০২৩ সালে তার এই কোর্স সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তিনি বাংলাদেশ বার কাউন্সিলের একজন সদস্য এবং বর্তমানে চট্টগ্রামের জজ কোর্টে লজিস্টিক ডিসপিউট নিয়ে প্র্যাকটিস করছেন। তিনি অদূরভবিষ্যতে এডমিরালটিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।












