তিন ছিনতাইকারীকে ১৭ ও মুদি দোকানিকে ১০ বছরের জেল

অস্ত্র মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার একটি অস্ত্র মামলায় তিন ছিনতাইকারীর প্রত্যেককে ১৭ বছর এবং রাঙ্গুনিয়া থানার অপর একটি অস্ত্র মামলায় এক মুদি দোকানিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন নগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকার মো. সেলিমের ছেলে মো. আরিফ, নোয়াখালীর চর জব্বার থানার জোড়াখালি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. এনামুল হক ও ভোলা জেলার লালমোহন থানার মির্জা আলীর ছেলে শামসুদ্দিন। রাঙ্গুনিয়া থানার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হলেন উপজেলার উত্তরখিল এলাকার জাহাঙ্গীর আলম তালুকদার। তিনি একটি মুদি দোকান চালাতেন। গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া ও তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ পৃথক এ দুটি রায় ঘোষণা করেন। চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন ছিনতাইকারীকে ১৭ বছর করে সাজা দিয়েছেন। তিনি বলেন, ২০০৭ সালের ৩ মার্চ নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর স্কুলের সামনে থেকে দণ্ডপ্রাপ্ত এ তিন ছিনতাইকারীকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তখন তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। পরে একই বছরের ১৪ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। একপর্যায়ে আদালত তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি লোকমান হোসেন চৌধুরী বলেন, রাঙ্গুনিয়া থানার একটি অস্ত্র মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীর আলম তালুকদার নামের ওই যুবককে ১০ বছরের সাজা দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘বন্দুকের ত্রুটি সারাতে গিয়ে’ নিজের গুলিতে বন প্রহরীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমেঘ-পাহাড়ে মিতালি