কক্সবাজারের ঈদগাঁওতে বন্দুকের ত্রুটি সারানোর সময় নিজ গুলিতে নিহত হয়েছেন আক্তারুজ্জামান (৪০) নামের এক বন প্রহরী। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈদগাঁও উপজেলার ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক গহীন অরণ্যে এ ঘটনা ঘটে।
নিহত আক্তারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা এবং কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়া রেঞ্জের আওতাধীন বনবিটের বন প্রহরী বা ফরেস্ট গার্ড (এফজি) হিসাবে কর্মরত ছিলেন।
ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আক্তারুজ্জামান তার অপরাপর সহকর্মীদের নিয়ে রাঙাঝিরি পাইয়াহলা সংলগ্ন বনাঞ্চলে টহল দানকালে তার অস্ত্রটিতে ত্রুটি ধরা পড়ে। এ সময় তিনি নিজেই বন্দুকের ত্রুটি সারানোর চেষ্টা করলে আচমকা অস্ত্র থেকে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লাগে এবং অপর দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার জানান, অসতর্কতাবশত নিজ গুলিতে মৃত্যুবরণকারী বনপ্রহরী আক্তারুজ্জামানের মৃতদেহ ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।












