সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশু রিশপি মারা গেছে

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ১২:০৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুরো শরীর ঝলসে যাওয়া শিশু রিশপি আকতার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত রবিবার সকালে প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে সে মারা যায়।

মারা যাওয়া শিশু রিশপি উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা চৌধুরী বাড়ির আবুল কাশেমের মেয়ে।

শিশু রিশপি আকতারের নানা ও নলুয়ার ইউপি সদস্য নুর আহমদ বলেন, “আমার নাতনী রিশপি আকতার গত রবিবার সকালে তার এক প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদে যায়। এসময় অসতর্ক অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুরো শরীর ঝলসে যায় তার। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে ৩ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বিকেলে মারা যায়।”

ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল জানান, শিশু রিশপি প্রতিবেশীর ছাদে গিয়ে খেলার সময় অসতর্ক অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুরো শরীল ঝলসে যায়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে মারা যায়।”

পাঁচলাইশ থানার ওসি(তদন্ত) সাদেরকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু বার্ন ইউনিটে ভর্তি ছিল। বুধবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছেলেবন্ধুদের সাথে বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে তরুণীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বেড়াতে এসে ছুরিকাঘাতে ১ শিক্ষার্থী নিহত, আহত ২