রাঙ্গুনিয়ায় একটি কৃষি খামারের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর সংলগ্ন আশ্রয়ণ পল্লী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ সাগর আলম (২৩)। তিনি পোমরা ৫নং ওয়ার্ড বড়ঘোনা এলাকার আবদুল কাদেরের ছেলে।
আজ রাত সাড়ে ৮টার দিকে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাগর ওই এলাকায় মোহরম আলী নামে এক ব্যক্তির লিচুবাগানে পাহারাদার হিসেবে কাজ করত। পাশেই জনৈক মুছা নামের এক ব্যক্তির কয়েকটি গরু, কলা, লেবু বাগান ও মুরগির খামারের একটি কৃষি প্রজেক্ট রয়েছে। তিনি তার প্রজেক্ট রক্ষায় সেখানে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন। ঘটনার দিন সকালে লিচু বাঁধার জন্য ওই প্রজেক্টে কলা গাছের ঢাল কাটতে গিয়েছিল সাগর। এসময় বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর তার পরিবারে ৪ ভাই ২ বোনের মধ্যে তৃতীয় সন্তান এবং তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।”