উত্তর হালিশহরে মমতার আরবান প্রকল্পের জরিপ কার্যক্রম উদ্বোধন

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতার পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্‌থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের উদ্যোগে চসিক ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে দরিদ্র ও অতি দরিদ্র শনাক্তকরণ কার্যক্রম জরিপের উদ্বোধন করা হয়। গত সোমবার নগরীর ২৬নং উত্তর হালিশহর কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত জরিপ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছ। এসময় মমতার উপপ্রধান নির্বাহী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুল করিমসহ মমতা’র অন্যান্য কর্মকর্তাকর্মীবৃন্দ। জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানে আরও কার্যকরি হওয়ার জন্য ওয়ার্ডে দরিদ্র ও অতি দরিদ্র শনাক্তকরণ জরিপ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে যা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা ও সমন্বয় সাধনের মাধ্যমে পরিচালিত হবে। এই জরিপ কার্যক্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর শতকরা ৩০ ভাগকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ল মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা নতুন দলের পুরস্কার সিআইইউর
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন