ইশকুল

বিপুল বড়ুয়া | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

 

 

ডেকে যায় ইশকুল ছুট্‌ ছুট্‌ ছুট্‌

প্যান্ট শার্ট বাহারি পায় দামি বুট।

ব্যাগে বই এক গাদা আহা ম্যালা ভারী

নাকে মুখে কিছু দিই ঘড়ি কাঁটা আড়ি।

অপুদীপুশুভাশিষ রাস্তার মোড়ে

হরিনাথসাবুজয় ব্যাংকের দোরে।

কারা যায় কারা আসে খোঁজ নেই আর

দলবাঁধি আমরা পাঁচ ছয় চার।

কোর্ট রোডে গমাগম লোক সারি মেলা

কঙ্কালসাপ নাচা মজাদার খেলা।

তুক্‌ তাক কেনা বেচা হৈচৈ হাঁক

বসে নেই কাকা ডেকে যায় কাক।

দেখে যাই যাচ্ছি দল বেঁধে চলা

কয়েদি টাকা পোড়া গল্প কী বলা।

রেইন ট্রি ছায়া দেয় রাখ বসে পড়া

ঢং ঢং ঘণ্টা কবি স্যার কড়া।

ডেকে যায় ইশকুল ছুট্‌ ছুট্‌ ছুট্‌

পকেটে খুচরোভাজা শিম বুট।

দুলে ওঠে স্বপ্ন আহা থোকা থোকা

ইশকুল ডেকে যায় এসো এসো খোকা।

পূর্ববর্তী নিবন্ধআজব কান্ড
পরবর্তী নিবন্ধতালপাতার সিপাই