আজব কান্ড

এনাম আনন্দ | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

 

 

পুকুর ঘাটে গিয়ে দেখি

একটি কোলাব্যাঙ

মাথাটা তার জলের ভিতর

আকাশেতে ঠ্যাং।

নিজে নিজে ভাবতে থাকি

হলাম নাকি পাগল

শেওড়া গাছে চেয়ে দেখি

বারোটি রামছাগল।

তেড়ে আমি গেলাম সামনে

বুকে নিয়ে বল

তেলাপোকা পিপীলিকা

খেলছে যে ফুটবল।

ভয় পেয়ে তাই চিৎকার করি

আসে যদি আপন

জগলু দাদুর কাশির শব্দে

ভাঙে আমার স্বপন।

পূর্ববর্তী নিবন্ধমাকে খুঁজি
পরবর্তী নিবন্ধইশকুল