বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাদা প্যানেলের প্রার্থী পরিচিতি সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিনের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় আইনজীবী অডিটরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ করেন। আগামী ২৫ মে অনুষ্ঠেয় বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাদা প্যানেলকে নির্বাচিত করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয় সভায়।
এতে মনোনিত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ রেজাউর রহমান, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, শাহ মো. খসরুজ্জামান, মো. রবিউল আলম বুদু, মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, মো. নজরুল ইসলাম খান, মো. মুজিবুল হক, কাজী মো. নজিবুল্লাহ হিরু প্রমুখ। আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, একেএম. সিরাজুল ইসলাম চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সৈয়দ মোক্তার আহমদ। উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, আইয়ুব খান, সিনিয়র আইনজীবী জসিম উদ্দিন আহমদ খান, নুরুল আলম চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, দিন মনি দে, কাজী নজমুল হক, কামাল উদ্দিন আহমদ, জহির উদ্দিন মাহমুদ, মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











