ইউসিবির সাথে এগ্রিগেট নেটওয়ার্কের চুক্তি স্বাক্ষর

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গতকাল মঙ্গলবার ব্যাংকের কর্পোরেট অফিসে এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের (এএনএল) সাথে কৃষকদের অ্যাকাউন্ট খোলার চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ইউসিবি, এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড এএনএলের সাথে নিবন্ধিত কৃষকদের জন্য অ্যাকাউন্ট খুলবে। ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া এবং এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনাজ্জিল রিয়াসাত তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় ইউসিবির এসএমই ব্যাংকিং প্রধান মো. মহসিনুর রহমান এবং এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের পক্ষে বি. এম হাসিবুল হাসান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসো’র বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসদস্য নির্বাচন উপলক্ষে সাদা প্যানেলের পরিচিতি সভা