চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসো’র বার্ষিক সাধারণ সভা

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা গত ১৬ মে নগরীর একটি কনভেনশন সেন্টারে এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শোক প্রস্তাব উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী। বিগত সাধারণ সভা২০২১ এর কার্যবিবরণী ও ২০২১ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম। সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ তাঁদের বক্তব্যে সিএন্ডএফ ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সদস্যদের কল্যাণে সিএন্ডএফ ব্যবসা সংশ্লিষ্ট প্রতিবন্ধতা সমূহ দূরীকরণে এসোসিয়েশনকে আরো শক্তিশালী ভূমিকা পালনের উপর জোর দেন। অর্থ সম্পাদক মো. সাইফুদ্দিন ২০২১ অর্থ বছরের আয়ব্যয় বিবরণী ও অডিট প্রতিবেদন এবং ২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সভায় অনুমোদন করা হয়।

এছাড়া সভায় তিন সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষা কমিটি গঠন করা, ২০২২ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ করা এবং নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন করা হয়। ১ম সহসভাপতি মো. আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) এসোসিয়েশনের দ্বিতীয় প্রজেক্ট বাস্তবায়নে গৃহীত কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। সভা সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য পার্থ প্রতীম বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমদানির অর্থ পরিশোধে কড়াকড়ি পণ্যের গতিপথ পর্যবেক্ষণ বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধইউসিবির সাথে এগ্রিগেট নেটওয়ার্কের চুক্তি স্বাক্ষর