রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে নগরে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে পাহাড়তলী ডিটি রোড ও পোর্ট কানেকটিং রোডের সংযোগ সড়কের উভয় পাশে রাস্তা ও ফুটপাত দখল করে পুরাতন লোহা ও মেশিনারি সামগ্রীর ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টির প্রমাণ পায় আদালত। তাই সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।