হাটহাজারীতে বন বিভাগ অভিযান পরিচালনা করে জিপে বোঝাই ৭২ টুকরা সেগুন ও আকাশমনি গোল গাছ জব্দ করেছে।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার উদালিয়া এলাকার সবুজ টিলার উত্তর পাশ থেকে এই জিপসহ গাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত গাছের মূল্য আনুমানিক এক লক্ষ টাকা।
হাটহাজারীর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে হাটহাজারী উপজেলার উদালিয়া সবুজ টিলার উত্তর পাশে অভিযান পরিচালনা করে জিপ (চাঁদের গাড়ি) (চট্টমেট্রো-ঘ ৬০৫৪) বোঝাই ৭২ টুকরা(৮০.২৫ ঘনফুট) সেগুন ও আকাশমনি গোলকাঠ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা।
জব্দকৃত কাঠসহ জিপটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বন মামলা দাখিল করা হয়েছে।
এ সময় মন্দকিনী বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, সঙ্গীয় ফোর্স অভিযানে সহযোগিতা করে বলে উল্লেখ করেন তিনি।