মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন আজ

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসাসিয়েশন আয়োজিত মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মাঠ গড়াচ্ছে আগামী ২০ মে শুক্রবার। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ গ্রহন করছে। টুর্নামেন্টের প্রাক্কালে আজ সন্ধ্যায় চিটাগাং ক্লাব মিলনায়তনে টুর্নামেন্টের ট্রফি, অংশ গ্রহনকারী দল সমূহের জার্সি উম্মোচন করা হবে। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন বরেন্য ক্রীড়া সংগঠক, সাবেক ক্রিকেটার সহ ১২ জনকে সম্মাননা প্রদান করা হবে। বলা যায় ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, সাংবাদিক সহ ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের মিলন মেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্টের স্পন্সর ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। অনুষ্ঠানে বিসিবি, সিজেকেএস সহ চট্টগ্রামের বরেন্য ক্রীড়া ব্যক্তিত্বগন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসাসিয়েশনের সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং সাধারন সম্পাদক আবদুল হান্নান আকবর।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়
পরবর্তী নিবন্ধনাঈম কৃতিত্ব দিলেন দলের বাকিদেরও