হালদায় নমুনা ডিম ছেড়েছে মাছ

আজাদী অনলাইন | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:৩৯ অপরাহ্ণ

হালদা নদীর বেশকিছু স্থানে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ নমুনা ডিম ছেড়েছে। বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলেই শুরু হবে পুরোদমে ডিম ছাড়া।

আজ সোমবার(১৬ মে) ভোরে বিভিন্ন স্থানে নমুনা ডিমের চেয়ে একটু বেশি ডিম ছেড়েছে মা মাছ। এছাড়াও জোয়ারের সময় গত শনিবার রাত সাড়ে ১১টা, ভাটার সময় শেষ রাত তিনটার দিকে এবং গতকাল রবিবার দুপুরে নদীর বেশ কিছু এলাকায় নমুনা ডিম পাওয়া গেছে।

ডিম সংগ্রহকারীরা জানান, তারা ২৫০ গ্রাম থেকে আধাকেজি পর্যন্ত নমুনা ডিম পেয়েছেন।

বেশকিছু স্থানে রুই, কাতলা, মৃগেল, কালবাউশের নমুনা ডিম পাওয়া যাচ্ছে। এরমধ্যে হাটহাজারীর রামদাস মুন্সিরহাট, মাছুয়াঘোনা, নাপিতের ঘাট, আমতুয়া, নয়াহাট, রাউজানের আজিমের ঘাট, খলিফারঘোনা এলাকায় ২০০ থেকে ৩০০ গ্রাম করে ডিম পাওয়া গেছে। জোয়ার ও ভাটার সময় নমুনা ডিম ছাড়ে মা মাছ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, “সোমবার ভোরে ও এর আগে শনিবার রাতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। এ সময় সাত থেকে আটটি নৌকায় অন্তত ১০ থেকে ১২ জন ডিম সংগ্রহকারী ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম করে নমুনা ডিম সংগ্রহ করেছেন।”

স্থানীয় কামাল সওদাগর বলেন, “বেশকিছু স্থানে নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। হ্যাচারিতে এসব ডিম কেউ কেউ নিয়ে সংগ্রহ করছেন।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় লামা থেকে আসামির স্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৬