গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হবে

অভিভাবক সমাবেশে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৬ মে, ২০২২ at ৩:৪৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে ও শ্রেণী কক্ষ সংকট দূর করতে খুব শীঘ্রই একটি দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। সরকার শিক্ষাবান্ধন সরকার হিসেবে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষাখাতকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আগামী ১০ বছরের মধ্যে দেশে শিক্ষিতের হার শত ভাগে উন্নীত করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। গতকাল রোববার উপজেলার গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ফজলুল হক সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আমজাদ হোসেন। প্রভাষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, প্রভাষক মো. মহিউদ্দীন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, অভিভাবক সদস্য আইনুল হুদা, কমিশনার মো. লোকমান হাকিম, শাহেদুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, মাঈনুদ্দিন , মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, মো. সম্রাট চৌধুরী, কাজী রুমি, মো. সাজ্জাদ, সাইফুল ইসলাম সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৫০ হাজার গাছ রোপণ ও বিতরণ কর্মসূচি