বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রয়াত মিহির কিরণ চৌধুরী লাতুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পল্লী শ্রী সমিতির মাঠ প্রাঙ্গণে এ স্মরণসভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, আবদুর রউফ, দক্ষিণ জেলা আ. লীগ নেতা অনুপ দাশ, নুরুল আলম নুরু, অধ্যাপক মোহসীন উদ্দিন, অধ্যাপক ইব্রাহীম, মো. আবু নঈম চৌধুরী, আবুল হোসেন, সাইফুল ইসলাম, আলমগীর মোর্শেদ বাবু, উদয়ন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি বড়ুয়া, সুবিমল ভট্টাচার্য, মো. এয়াছিন, সজল কান্তি চৌধুরী, বিপ্লব চৌধুরী, সাংবাদিক অধীর বড়ুয়া।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্দ্দন চৌধুরী রঘুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. সেলিম চৌধুরী, মনছুরুল আলম বাবলা, সেতু বড়ুয়া, পঙ্কজ শীল, সুভাষ চৌধুরী টাংকু, আবুল হাসেম, রাজু আচার্য, দেলোয়ার হোসেন, মনছুর আলম, মীর মুজিবুল হায়দার, নেছারুল হক, প্রদীপ দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












