বলিউডের সুপারহিট সিনেমাগুলোর মধ্যে অন্যতম সালমান খান অভিনীত ‘তেরে নাম’। সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পায়। এতে লম্বা চুলে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। আরো একবার লম্বা চুলে পর্দায় হাজির হতে যাচ্ছেন সালমান। খবর বাংলানিউজের।
চলতি বছরের শুরু থেকেই সালমানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নির্মাণের ঘোষণা হয়। ওই সময়ে জানা গিয়েছিল, আগামী বছর ঈদের দিন মুক্তি পেতে চলেছে সিনেমাটি। যদিও পরে ঘোষণা হয় যে, এই বছরই মুক্তি পাবে এটি। সমপ্রতি শুরু হয়েছে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিং। আর নতুন এই সিনেমার সেট থেকে নিজের লুক প্রকাশ্যে আনলেন সালমান খান। আর ছবি পোস্ট করে শুটিং শুরুর কথা জানালেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সালমান খানের কাঁধ পর্যন্ত লম্বা চুল। চোখে সানগ্লাস। আর হাতে রয়েছে একটা স্টিলের রড। গত শনিবার এমন অ্যাকশন অবতারেই দর্শক দরবারে ধরা দিলেন সালমান। নিজের ফার্স্ট লুকের ছবিতেই বাজিমাত করে দিলেন ভাইজান। তার লুক দেখে সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।











