নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী পাঠানটুলি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহবুব উল্লাহ (৩৭) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মো. আশিক নামের একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। গত ১২ মে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চৌমুহনী গায়েবী মসজিদের বিপরীতে জাফরদের বাড়িতে (জাপ্পোরও বাড়ি) এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাহবুব উল্লাহ বাদী হয়ে পাঁচ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, মো. আশিক, মো. রাব্বী, ইয়াছিন আরাফাত, মোক্তার হোসেন অভি এবং অভি। গতকাল ১৩ মে, শুক্রবার রাতে ডবলমুরিং থানার উপপরিদর্শক মাহবুব রাব্বানী অপু আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তবে ছুরিকাঘাতের সঠিক তথ্য তিনি জানাতে পারেননি। এলাকাবাসী বলছেন, মাদক বিক্রির জেরে ছুরিকঘাতের ঘটনা ঘটে।
উপপরিদর্শক মাহবুব রাব্বানী অপু বলেন, ছুরিকাঘাতের ঘটনায় মো. আশিককে আটক করা হয়েছে। সে মাদারবাড়ি থেকে এখানে এসেছে।










