নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছিনতাই করে পালাতে গিয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মে) শুলকবহর এশিয়ান হাউজিং সোসাইটির সড়কের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার পাহাড়তলী কলাবাগান এলাকার কালা মিয়ার সন্তান জহুর আলম (২৭) ও চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের জামির ঝুড়ি ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হকের সন্তান মো. ইউসুফ (৪২)। পাঁচলাইশ থানার এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, জাহেদ হোসেন টাকা নিয়ে মুরাদপুর থেকে বহদ্দারহাট রিকশা নিয়ে যাচ্ছিলেন।
এশিয়ান হাউজিং সোসাইটির সামনে সিটি বাস থেকে ৩ ছিনতাইকারী নেমে জাহেদের গতিরোধ করে টাকা নিয়ে পালাতে থাকে। এ সময় একজনকে জাহেদ ধরে ফেলেন। বাকি দুই ছিনতাইকারী পালানোর সময় টহলে থাকা পুলিশ ধাওয়া দিয়ে আরেকজনকে আটক করে। তাদের কাছ থেকে ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।