Home বৃহত্তর চট্টগ্রাম বায়েজিদ শান্তিনগরে আগুন, পাঁচ কাঁচাঘর ভস্মীভূত

বায়েজিদ শান্তিনগরে আগুন, পাঁচ কাঁচাঘর ভস্মীভূত

0
বায়েজিদ শান্তিনগরে আগুন, পাঁচ কাঁচাঘর ভস্মীভূত

নগরীর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় আগুনে পাঁচটি কাঁচাঘর ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৭ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয় এবং ৩০ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি।