চট্টগ্রামের দুই তরুণের উদ্যোগে ‘একত্র’ কো-ওয়ার্কিং স্পেস এর দ্বিতীয় শাখা চকবাজারে যাত্রা শুরু করেছে। অনেকজনের অনেকগুলো অফিসের সম্মিলন-ই হলো ‘একত্র’। নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এতে রয়েছে দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক হিসেবে স্পেস ভাড়া নেওয়ার সুবিধা।
এতে তিন ক্যাটাগরির স্পেস রয়েছে- ১) প্রাইভেট ডেস্ক ২) ৪ জনের প্রাইভেট কেবিন ৩) ৬ জনের প্রাইভেট কেবিন। পাশাপাশি রয়েছে ৬-৮ জনের মিটিং রুমের ব্যবস্থা যা ব্যবহার করা যাবে ঘণ্টা, অর্ধদিন কিংবা সারাদিনব্যাপী।
এ উদ্যোগ সম্পর্কে ‘একত্র’র ফাউন্ডার শেখ মোহাম্মদ উযাইর বলেন, ব্যয়বহুল অফিস ভাড়া ও ডেকোরেশনের ঝামেলা এড়ানোই একত্র এর প্রধান উদ্দেশ্য। অফিসের অতিরিক্ত ভাড়া এবং খরচের কারণে অনেকেই তাদের কোম্পানির ডেভেলপমেন্টের উদ্যোগ নিতে পারে না।
কিন্তু একত্রে কোনো প্রকার ডিপোজিট, ইউটিলিটি বিল, সিকিউরিটি ও যেকোনো অফিস খরচ ছাড়াই ১ মাসের খরচের টাকা দিয়ে ৫৯ থেকে ৬০ মাস পর্যন্ত অফিস করতে পারেন চিন্তামুক্তভাবে। একত্র’তে থাকছে ফুল ফার্নিশড, টেবিল-চেয়ার, প্রিন্টার, ওয়াইফাই, সিকিউরিটি, প্রজেক্টরসহ আরো অনেক সুযোগ সুবিধা। তিনি আরো বলেন, যেকোনো উদ্যোক্তাই খুব সহজেই ‘একত্র’ এর মতো কো-ওয়ার্কিং স্পেস শুরু করতে পারেন। আর এটি শুরু করতে যা যা পরামর্শ প্রয়োজন সবকিছুই তা আমরা দিতে প্রস্তুত। কারণ এতে করে চট্টগ্রামের নতুন উদ্যোক্তাদের যাত্রা আরো সুগম হবে। প্রেস বিজ্ঞপ্তি।