রাউজানের রেহেনা শফিকের রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড লাভ

| বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিশ্ব মা দিবস উপলক্ষে গত ৮ মে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মমতাজ বেগম এমপি, শিল্পী মোস্তফা মনোয়ার, সবুর খান এবং আবুল কালাম আজাদ।

শুভেচ্ছা বক্তব্য দেন, রিয়ার এডমিরাল মো. মুসা, অতিরিক্ত ডিআইজি সালমা বেগম, লেখক মৌলি আজাদ, স্কোয়াড্রন লিডার আরমান, ড. শামসাদ বেগম কোরাইসী, অ্যাড. জিল্লুর রহমান, অধ্যাপক নাঈনা তাবাসসুম, ব্যাংকার নাসিমা সুলতানা, মেজর খাদীজা ফারজানা, প্রকৌশলী রানিয়া বাশার এবং শিল্পী আঁখি আলমগীর।

বিশ্ব মা দিবস উদযাপনের লক্ষে সারা দেশ হতে ৩৮ জন মাকে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরা হচ্ছেন-আমেনা বেগম, লতিফা খানম, পুনুয়ারা বেগম, মার্জিনা সাখাওয়াত, শামশুন নাহার, আয়েশা খাতুন, রোকসানা আহমদ, নাফিসা বেগম, ফারমিদা সাত্তার, সেলিমা খাতুন, রেহেনা শফিক (রাউজান), অ্যাড. হাজেরা পারভীন, সুরাইয়া খানম, মাফিয়া আখতার, খোশনূর আলমগীর, পারুল বেগম, নাজমা আনিস, ফরিদা ইয়াসমিন, রওশন আরা বেগম, ওয়াজিফা খাতুন, সিদ্দিকা বেগম, শাতিল আবেদা, ফয়জুন্নেছা বেগম, মমতাজ খানম, মমতাজ বেগম, হামিদা বেগম, মাহমুদা বেগম, জাহানারা বেগম, সফুরা খাতুন, মাহমুদা খাতুন, মায়মুনা আক্তার খাতুন, মাজেদা বেগম, আশা বড়ুয়া (রাউজান), খালেদা খানম, মাফিয়া বেগম, জাহানারা হোসেন, নাজিমা বেগম ও জান্নাতুল ফেরদৌসী।

চার সন্তানের জননী রেহেনা শফিক নিজের ছেলেমেয়েদের সাথে অন্য একজনকে মাতৃস্নেহে মানুষ করেছেন, বাস্তবে এই মহীয়সী মা শুধু নিজের সন্তানদেরকে নয় পরিবার ও আত্বীয়স্বজনদের মাঝে যারা দরিদ্র এতিম অসহায় তাদের শিক্ষা- ভরণপোষণের ব্যাপারে অতন্ত সজাগ ছিলেন। রেহেনা শফিক রাউজানের লেলাংগারা গ্রামে এক অসচ্ছল কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ৬ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় বিমান বাহিনীর তরুণ অফিসার একেএম শফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। তাদের চার সন্তান এবং এক নাতনী সবাই চিকিৎসক- ডা. রেহানুল ইসলাম, ডা. নাজমা আক্তার ববি, ডা. রেজিনা ইসলাম পপি, ডা. রোকসানা ইসলাম মুন্নী এবং ডা. তাসনুভা তানজীম নুভা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভরিতে স্বর্ণের দাম কমলো ১১৬৬ টাকা
পরবর্তী নিবন্ধশখের ভুট্টা চাষে দ্বিগুণ লাভ