নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে চসিক

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে নগরবাসীর জানমাল রক্ষা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:৩৭ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশন দামপাড়া কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০৩১-৬৩০৭৩৯ এবং ০৩১-৬৩৩৬৪৯।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় অশনি আজ মঙ্গলবার (১০ মে) সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষে সার্বক্ষণিক রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসবক, চসিক-এর আরবান ভলান্টিয়ার টিম ও কর্মকর্তা-কর্মচারী জরুরি সেবায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি মজুদ রাখা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে নগরের কোথাও কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলে দ্রুত মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে চসিক।

পূর্ববর্তী নিবন্ধচেরাগীতে ছাত্রনেতা ইভান হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৩০০ আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা নেই নির্বাচন কমিশনের