দেশের সংকটে ক্রিকেট দিয়ে হাসি ফোটাতে চায় শ্রীলংকা দল

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

দেশের সংকটকালীন সময়ে বাংলাদেশ সফররত শ্রীলংকার ক্রিকেটাররা নিজেদের করণীয় ঠিক করে ফেলেছেন। এ সফরে ক্রিকেট মাঠের পারফরম্যান্স দিয়েই তারা খানিকটা হাসি ফোটাতে চান চরম দুঃসময়ে থাকা দেশবাসীর মুখে।

গত কয়েক মাস ধরেই ভয়াবহ আর্থিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে শ্রীলংকা। দেশের এই অবস্থার মধ্যেই তাদের ক্রিকেট দল বাংলাদেশে এসেছে সফরে। গতকাল সোমবার প্রথম অনুশীলন করে লঙ্কানরা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ লম্বা সময় চলে তাদের অনুশীলন। পরে দলের সহকারী কোচ নাভিদ নওয়াজ বলেন, দেশের আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব ক্রিকেট দলের প্রস্তুতিতে পড়েনি।

‘আমাদের ওপর এখনও পর্যন্ত এটার প্রভাব পড়েছে বলে মনে হয় না। ক্রিকেটারদের বেশির ভাগ ব্যস্ত ছিল ক্রিকেটীয় কার্যক্রম নিয়েই। কঠোর পরিশ্রম চালিয়ে গেছে তারা। মাস দুয়েক ধরেই তাদের অনুশীলন চলছে। ক্রিকেটারদের ওপর প্রভাব রাখার কোনো নজির আমার চোখে পড়েনি এখনও পর্যন্ত’। আরো বলেন ‘দেশে খুব বেশি ইতিবাচক কিছু নেই এই মুহূর্তে। তাই দল হিসেবে দেশে কিছু ইতিবাচকতা নিয়ে ফিরতে পারলে দারুণ হবে, যেন দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করা যায়। এটাই মূল ব্যাপার।’

পূর্ববর্তী নিবন্ধবুধবার দলের সাথে যোগ দেবেন সাকিব
পরবর্তী নিবন্ধবৃষ্টির সাথে লুকোচুরি খেলেই টাইগারদের অনুশীলন