ইরাকে আর্চারির ফাইনালে বাংলাদেশের রোমান

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

ইরাকে অনুষ্ঠানরত এশিয়া কাপ আর্চারির ব্যক্তিগত রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের তারকা আর্চার রোমান সানা। ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং (স্টেজ-২) টুর্নামেন্টে গতকাল সোমবার উজবেকিস্তানের প্রতিযোগী আমিরখান সাদিকভকে ৬-০ সেট পয়েন্টে হারান রোমান। তিন সেটেই দারুণ লড়াই করতে হয়েছে রোমান সানাকে। আত্মবিশ্বাসে বলীয়ান সানা ঠিকই পেরিয়ে যান সব বাধা।

জমজমাট লড়াইয়ের পর প্রথম সেট ২৮-২৭ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই। তাতে রোমান জেতেন ২৯-২৮ পয়েন্টে। তৃতীয় সেটেও সাদিকভ ছাড় দেননি। লেগে ছিলেন সানার পেছনে। কিন্তু শেষ পর্যন্ত এই উজবেক হেরে যান ২৮-২৬ পয়েন্টে। এ নিয়ে ইরাকের আসরে চারটি সোনা জয়ের সম্ভাবনা তৈরি হলো। এর আগে রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মহিলা দলগত ও কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ওঠে বাংলাদেশ।

আগামীকাল বুধবার ফাইনালে রোমানের প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান; অন্য সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি জিতেছেন ৬-৫ সেট পয়েন্টে। এই ফাইনালে উঠার মধ্য দিয়ে বাজে সময় পেছনে ফেলার সুযোগও পাচ্ছেন রোমান। সবশেষ জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে হেরেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএএফসি কাপ খেলতে পারবেন ‘বাংলাদেশী’ এলিটা কিংসলে
পরবর্তী নিবন্ধদুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটের সেমিফাইনাল স্থগিত