গতবার এএফসি কাপ খেলতে পারেননি এলিটা কিংসলে। দলের সঙ্গে ছিলেন তবে ছাড়পত্র ছিল না। এবার সে বাধা দূর হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হয়ে যাওয়া এই ফরোয়ার্ডকে খেলার অনুমতি দিয়েছে।
ভারতের কলকাতায় আগামী ১৮ মে থেকে শুরু হবে এএফসি কাপ। এএফসির ছাড়পত্র মেলায় বসুন্ধরা কিংসের হয়ে এ আসরে কিংসলের খেলার ক্ষেত্রে আর কোনো ‘বাধা’ থাকল না। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সোমবার কিংসলের বাংলাদেশি খেলোয়াড় হিসাবে খেলার অনুমতি মেলার কথা জানান।
‘এএফসি থেকে যে সিদ্ধান্ত এসেছে, সেখানে বলা হয়েছে এলিটা কিংসলে এএফসি কাপে খেলতে পারবে। এটা এএফসি আমাদের লিখিতভাবে জানিয়েছে, বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বসুন্ধরা কিংসের হয়ে সে খেলতে পারবে। তবে কোনো দল যদি তাকে নিয়ে অভিযোগ করে, তখন সেটা বসুন্ধরা কিংসকে দায়িত্ব নিতে হবে। যদি এমন কিছু থেকে থাকে তবে আমরা সেটা দুই-একদিনের ভেতর জানিয়ে দিব।’