চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে গত ৮ মে চেম্বারের সেমিনার হলে বিশ্ব মা দিবস উপলক্ষে ‘পারিবারিক স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্রেষ্ট, কোলোরেক্টাল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারি বিষয়ে আলোচনা করেন ডা. রায়হানা আহমেদ এবং পুষ্টি বিষয়ে আলোচনা করেন হাসিনা আক্তার লিপি।
চেম্বারের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নাসিম ফারহানা শিরিন। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সাংসদ সাবিহা নাহার বেগম ও চেম্বারের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব। উপস্থিত ছিলেন মো. আলমগীর। প্রধান অতিথি বলেন, শুধু মা দিবসে নয় বছরে ৩৬৫ দিনই যাতে মায়েদের হয় সেদিকে সন্তানদের খেয়াল রাখা উচিত। সন্তানদের তাদের মা-বাবাদের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি কোন মা-বাবাকে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেজন্য নিজেদের কাছে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত।
সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব বলেন, মায়েদের স্বাস্থ্য সেবা অত্যন্ত জরুরি। প্রতিটি সচেতন সন্তানদেরই উচিত সঠিক সময়ে মায়েদের স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা। সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন এই ধরনের আয়োজন মায়েদের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। তিনি প্রতিটি সন্তানকে তাদের মায়েদের প্রতি আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন একটি পরিবারের কেন্দ্র হচ্ছে মা।
মা যদি ভাল থাকে তাহলে পরিবার ভাল থাকবে এবং দেশ ও জাতি ভাল সন্তান পাবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের ভাইস- প্রেসিডেন্ট নিশাত ইমরান। দ্বিতীয় পর্বে এসএসসি ১৯৮৫ চট্টগ্রামের পরিবেশনায় বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মধুর আমার মায়ের স্মৃতি’ শীর্ষক সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।