নগরে ১৪ ব্যক্তিকে ৯৩ হাজার টাকা জরিমানা

রাস্তা-ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাস্তা ও ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে নগরে ১৪ ব্যক্তিকে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানে চান্দগাঁও আরাকান রোড, পুরাতন চান্দগাঁও থানা ও মৌলভী পুকুরপাড় এলাকায় রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আদালত চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় চার ব্যক্তিকে ৩৬ হাজার টাকা জরিমানা করে।

এদিকে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে আতুরার ডিপো কাঁচাবাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় দুই দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকান মালিক ও ক্রেতা সাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনারি এনজিওগ্রাম প্যাকেজ ও স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় আজ থেকে
পরবর্তী নিবন্ধড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন