কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী যে কোন সময় তার ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। গত রোববার বিকেলে পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, এই অবস্থায় তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন।
চেয়ারম্যান জানান, সর্বশেষ ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীসহ সংঘবদ্ধ একটি প্রভাবশালী চক্র তার পেছনে লেগেই আছে। তাকে স্বাভাবিকভাবে পরিষদের কার্যক্রমও পরিচালনা করতে দেওয়া হচ্ছে না।
এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ায় সেবাপ্রার্থীরাও হয়রানি হচ্ছে। চেয়ারম্যান স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।