বোয়ালখালীতে আছাদ আলী শাহ’র ওরশ ১২ মে

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার অন্তর্গত আহলা দরবার শরীফ প্রাঙ্গণে কাজী আছাদ আলী শাহ (রা.) এর ওফাত দিবস উপলক্ষে ওরশ ১২ মে অনুষ্ঠিত হবে। এতে খ্যাতনামা ওলামায়েকেরামগণ ওয়াজ নসিহত করবেন।

ওরশে কর্মসূচির মধ্যে রয়েছে-খতমে কোরান, ক্বেরাত, হামদ-নাত, ইসলামী গজল, যিকির, দরুদ শরীফ ও আখেরী মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী বাসের টেইল লাইটের ভিতরে ২০ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু