জামায়াত নেতা শামসুল ও বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে চার্জ গঠন

নাশকতার দুই মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ও লোহাগাড়া থানার পৃথক দুটি নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এবং ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সারোয়ার আলম এ আদেশ দেন।

জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লোহাগাড়া থানার মামলায় শামসুল ইসলামসহ ১৭৮ জন এবং সীতাকুণ্ড থানার মামলায় আসলাম চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। এরই ধারাবাহিকতায় আদালত শুনানি শেষে চার্জগঠন করেছেন। আগামী ১ সেপ্টেম্বর ও ১২ জুলাই যথাক্রমে পৃথক দুই মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে ১৩ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া পদুয়া বাজারের রাস্তায় গাছ ফেলে ও টায়ার পুড়িয়ে অবরোধ সৃষ্টি করা হয়। স্থানীয় পূবালী ব্যাংকসহ বেশ কিছু স্থাপনা, এমনকি একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল আগুন লাগিয়ে দেয়া হয়। এছাড়া পদুয়া শাহ পেটান পুলিশ স্টেশনের ক্যাশ-কাউন্টারে ঢুকে নগদ তিন লাখ টাক লুট এবং কাউন্টার ভাংচুর করা হয়। এ ঘটনায় লোহাগাড়া থানার এস আই মো. সোলায়মান শামসুল ইসলামসহ ১৯২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. সোহরাওয়ার্দি ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

অন্যদিকে সীতাকুণ্ড থানা এলাকায় ২০১৩ সালের নভেম্বর মাসে নাশকতা চালায় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আসলাম চৌধুরীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এজহারভুক্ত এবং তদন্তেপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক
পরবর্তী নিবন্ধটিকার আওতায় আসছে চট্টগ্রামের ১০ লাখ শিক্ষার্থী