আগে গোল করে জয়ের স্বপ্ন দেখছিল ঐতিহ্যবাহী মোহামেডান। প্রথমার্ধেই দুই গোল করে তাদের সেই স্বপ্ন কঠিন করে তোলে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধের খেলাও হয়ে ওঠে আরও জমজমাট। তার পরেও ৬ গোলের ম্যাচে জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। বরং ইনজুরি সময়ের গোলে তাদের জয় বঞ্চিত করেছেন হ্যাটট্রিক করা দিয়াবাতে। প্রিমিয়ার লিগে ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে।
কুমিল্লায় রোববার খেলার ২ মিনিটে আবিদ হোসেনের এসিস্টে মোহামেডানকে এগিয়ে নেন সোলেমানে দিয়াবাতে। পিছিয়ে থেকে ১৩ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। গোলটি করেন শাখওয়াত হোসেন। ২৬ মিনিটে শাখওয়াত হোসেনই লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এবার পিটার থ্যাঙ্কগড গোল পেতে সহায়তা করেন।
বিরতির পর ম্যাচ জমে উঠে আরও। ৫৯ মিনিটে থ্যাঙ্কগড পেনাল্টি থেকে গোল করলে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মোহামেডান তার পরেও খেই হারায়নি। ৬৮ মিনিটে সোলেমানে দিয়াবাতের গোলে তারা ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। স্কোরলাইন তখন ৩-২। ইনজুরি সময়ের শেষ দিকেই ম্যাচটা সমতায় নিয়ে আসেন সোলেমান দিয়াবাতে। মোহামেডানের হয়ে তৃতীয় গোল করে দলের এক পয়েন্ট নিশ্চিত করেছেন।
তবে ম্যাচ শেষে খেলায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। চট্টগ্রাম আবাহনী ১৪ ম্যাচে ৫ম ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। মোহামেডান সমান ম্যাচে সপ্তম ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ষষ্ঠ স্থানে।