আর্চারির দুটি ইভেন্টের ফাইনালে বাংলাদেশ

| সোমবার , ৯ মে, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

এশিয়া কাপ স্টেজ-২ খেলে ইরাক থেকে শূন্য হাতে ফিরছে না বাংলাদেশের আরচাররা। ইতিমধ্যে দুটি ইভেন্টের ফাইনালে উঠে দুটি পদক নিশ্চিত করেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকরা। ইরাকের সুলাইমানিয়ায় চলমান প্রতিযোগিতার পুরুষ ও নারী রিকার্ভ দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ইভেন্টের ফাইনালেই প্রতিপক্ষ ভারত।

রিকার্ভ পুরুষ বিভাগে খেলেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ। নারী বিভাগে বাংলাদেশ দলে খেলেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়। রোববার পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেয় ইরাককে।

সেমিফাইনালে ইরানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ টাইব্রেকারে জিতেছে ৫-৪ সেট পয়েন্টে। মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে ইরাককে। সেমিফাইনালে ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগে উঠে গেল ইয়ং স্টার ক্লাব
পরবর্তী নিবন্ধ‘আমরাও জানি না সাকিব কোনটা খেলবে, কোনটা খেলবে না’