মা দিবস উপলক্ষে প্রকাশ হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর গাওয়া নতুন গান। গানের শিরোনাম ‘মা’। ‘মা ওগো মা, মা মা মা, কেমন করে তোমায় ছেড়ে থাকবো বলো মা’, এমন কথা ও সুর করেছেন সামিনা সালাম। খবর বাংলানিউজের।
গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু। এই গানের একটি ভিডিও চিত্র নির্মিত হয়েছে। এর ভিডিওতে মডেল হয়েছেন গুণী অভিনেত্রী দিলারা জামান, সালহা খানম নাদিয়া ও শিশুশিল্পী আফফা আনজুম। গানের ভিডিওটি নির্মাণ করেছেন আলমগীর হোসেন। গান ও ভিডিওটি প্রকাশ করেছে সামিনা’স ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল।