সিন্ডিকেট চক্র থেকে দেশের ভোজ্যতেলের বাজারকে রক্ষার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহবান জানান।
এতে তিনি বলেন, দেশের ভোজ্যতেলের বাজারটি দখল করে রেখেছে একটি বিশাল সিন্ডিকেট চক্র। যারা প্রায়শই ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের পকেট কাটে। সরকার দেশের বাজার নিয়ন্ত্রণের জন্য যা কিছু সুযোগ সুবিধা প্রদান করে তাই পঞ্চভূতে গিলে খায়। ফলত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ এর সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত হয়।
তাই দেশের ভোজ্যতেলের বাজারকে নিয়ন্ত্রণের জন্য ভোজ্যতেলের আমদানিকে উন্মুক্ত করে দেওয়া আজ সময়ের দাবি। সুজন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে যদিও কিছু পণ্যের দাম বেড়েছে কিন্তু বর্তমানে ভোজ্যতেলের যে মূল্যবৃদ্ধি তা যুক্তিসঙ্গত কিনা তাও ভেবে দেখা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, ভোজ্যতেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে যারা এ কয়দিন সাধারণ জনগণকে অহেতুক কষ্ট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।
ভোজ্যতেল লুকিয়ে রেখে যারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া বিপুল পরিমাণে ভোজ্যতেল আমদানির পরেও বাজারে তেলের দেখা পাওয়া যাচ্ছে না। মিল মালিক এবং পাইকাররা একে অপরকে দোষারোপ করছে। ফলত কষ্ট পাচ্ছে সাধারণ ভোক্তা। তিনি সাধারণ ভোক্তাদেরকে ভোজ্যতেলের ব্যবহার যতটুকু সম্ভব কমিয়ে আনা যায় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।