লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের হারবাং বিটের মসজিদের মোড়া বারো আউলিয়া মাজার এলাকা থেকে ১৬ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ মে) সকাল ১০টায় লোকালয় থেকে এ সাপটি উদ্ধার করে বনবিভাগ।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত অজগরটি উদ্ধার করা হয়। পর্যবেক্ষণ শেষে অজগরটি একইদিন দুপুর ১২টার দিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত অজগরের দৈর্ঘ্য ৯ ফুট যার আনুমানিক ওজন ১৬ কেজি।
তিনি জানান, সাপ লোকালয় ও বনাঞ্চল উভয়ে চলাফেরা করে। মূলত: স্থানীয়দের দ্বারা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।