ইউক্রেন নিয়ে উদ্বেগ জানাল রাশিয়াসহ নিরাপত্তা পরিষদ

| রবিবার , ৮ মে, ২০২২ at ১২:১০ অপরাহ্ণ

ইউক্রেনের ‘শান্তি ও নিরাপত্তার বজায় রাখা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে রাশিয়াসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে শুক্রবার নিরাপত্তা পরিষদের দেওয়া প্রথম বিবৃতিতে, ইউক্রেন সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানের খোঁজে জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টার প্রতিও সমর্থন দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের। নিরাপত্তা পরিষদের এই বিবৃতির বিষয়ে রাশিয়াসহ সব সদস্য রাষ্ট্র সম্মতি দিয়েছে।

পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র নরওয়ে ও মেক্সিকো সংক্ষিপ্ত বিবৃতিটির খসড়া পেশ করেছিল। এতে বলা হয়, ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। নিরাপত্তা পরিষদ স্মরণ করছে, সব সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী তাদের আন্তর্জাতিক বিরোধগুলো শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির বাধ্যবাধকতা মেনে নিয়েছিল।

এতে আরও বলা হয়, একটি শান্তিপূর্ণ সমাধানের খোঁজে জাতিসংঘ মহাসচিবের চালানো প্রচেষ্টার প্রতি নিরাপত্তা পরিষদ জোরালো সমর্থন জানাচ্ছে। বিবৃতিতে নিরাপত্তা পরিষদকে ফের যথাসময়ে অবহিত করার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরিষদের এই সমর্থনকে স্বাগত জানিয়ে মহাসচিব গুতেরেস বলেছেন, জীবন বাঁচাতে, দুর্ভোগ লাঘবে ও শান্তির পথ খুঁজে পেতে কোনো প্রচেষ্টাই বাদ রাখবেন না তিনি।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে বন্দর উচ্চ বিদ্যালয়
পরবর্তী নিবন্ধকোভিডে মৃত্যু শীর্ষে আসলে কোন দেশ?