দীর্ঘ ঈদের ছুটির পর চট্টগ্রামের ক্রিকেট লিগের খেলা আবার শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে গতকাল শনিবার সাউথ এন্ড ক্লাব তাদের দ্বিতীয় তুলে নিয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় তারা ১৭৭ রানের বড় ব্যবধানে ক্রিসেন্ট ক্লাবকে হারায়। রেলিগেশন পর্বে এটি সাউথ এন্ড ক্লাবের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা আগ্রাবাদ নওজোয়ান গ্রীনকে হারিয়েছিল। এদিকে ক্রিসেন্ট ক্লাব এ পর্বে টানা দ্বিতীয় হারের দেখা পেলো। আগের খেলায় তারা কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাবের কাছে পরাজিত হয়েছিল। টানা দুই পরাজয়ে ক্রিসেন্ট ক্লাবের অবনমন নিশ্চিত হয়ে গেল। এ লিগ থেকে আরো একটি দল নেমে যাবে। যা এখনো নিশ্চিত হয়নি।
গতকাল টসে জিতে ক্রিসেন্ট ক্লাব সাউথ এন্ড ক্লাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৪০ ওভার খেলে তারা ৪ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে ফেলে। ওপেনার আরাফাত ১ রান করে ফেরত গেলেও পরবর্তীরা দৃঢ়তার সাথে ব্যাট ধরেন। হাসিবুল হাসান ৫৭, মো. সুমন ৬৬ এবং আওসাফ হোসেন ৮৫ দারুন ইনিংস উপহার দেন। জিয়াউল করিম ৩৩ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকেও আসে ৩৩ রান। ক্রিসেন্ট ক্লাবের মো. সায়েম ২টি এবং আশরাফুল সম্রাট ও আমিনুল হক ১টি করে উইকেট নেন।
২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রিসেন্ট ক্লাব ২৯ ওভার ৪ বল খেলে ১০৬ রানে বুক্ড হয়ে যায়। ওপেনার আহনাফ খান ৫০ রানের ইনিংস খেললেও বাদবাকিদের মধ্যে আমিনুল হক ১৪ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। অতিরিক্ত থেকে আসা ১৫ রানের সুবাদে ক্রিসেন্ট ক্লাবের দলীয় ইনিংস শতরানের কোঠা পার হয়। সাউথ এন্ড ক্লাবের মুকতার হোসেন ৫ রান দিয়ে এবং মো. সুমন ২৯ রান দিয়ে ৩টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন হাসিবুল হাসান এবং মো. সাকিব। আজ তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বের গুরুত্বপূর্ণ খেলায় অবতীর্ণ হবে কোয়ালিটি ব্লুজ এবং ইয়ং স্টার ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।












