বর্ষা মৌসুমের আগেই খাল নালার পানি প্রবাহ স্বাভাবিক করতে চায় চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল শুক্রবার নিজের রুটিনওয়ার্ক না থাকার পরও নগরীর পানি নিষ্কাশনে অন্যতম গুরুত্বপূর্ণ মহেশখালকে আবর্জনামুক্তকরণ কাজ পরিদর্শন ও তদারকি করতে ছুটে যান মেয়র। এসময় স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আমরা সকলেই চাই আমাদের নগরী হোক আবর্জনামুক্ত তিলোত্তমা। জলাবদ্ধতার কারণে নাগরিক জীবনে বিভ্রাট হোক তাও আমরা কেউ চাইনা। কিন্তু আমরা অত্যন্ত অসচেতনভাবে যেখানে সেখানে বর্জ্য নিক্ষেপ করে খাল নালাকে আবর্জনার ভাগাড় করে তুলি, এতে নিজেরাই নিজেদের দুর্ভোগ ডেকে আনছি। আপনাদের সেবক হিসেবে নগরীর সকল খাল নালাকে আবর্জনা মুক্ত করতে আমি কাজ করে যাচ্ছি। ইচ্ছেমতো বর্জ্য নিক্ষেপ না করে আপনারা এ খাল নালাকে আবর্জনামুক্ত রাখতে আমাকে সাহায্য করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, আওয়ামীলীগ নেতা এরশাদুল আমিন, থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল মনছুর চৌধুরী, জসিম, সেকান্দর, নাহিদ জয়নাল আবেদিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












