গাছবাড়িয়া নিত্যানন্দ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশের শতবর্ষী গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গত ৪ মে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বসেছিল প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, চাচক্র, প্রীতিভোজে মেতে উঠেছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা।

সহস্রাধিক নবীন, প্রবীণ শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য মিলন মেলায় রূপ নেয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ) কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। প্রাশিপের সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রাশিপের সাধারণ সম্পাদক ও রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান মো. আবদুল কৈয়ুম চৌধুরী। প্রাক্তন ছাত্র সরোয়ার আহসান ও গাজী আকবর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক কুমকুম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, প্রাক্তন ছাত্র অরূপ রতন চক্রবর্ত্তী, মাহমুদুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন সরওয়ার কবির চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, এমএ হাশেম রাজু, এড. নজরুল ইসলাম, একরাম হোসেন, অধ্যাপক তৈয়বুর রহমান, হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ। এরপর স্মৃতিচারণে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতিচারণ শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটায় চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাতামুহুরীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু