একদিন বাদেই ঈদ। ইতোমধ্যে ঈদের কেনাকাটা সব শেষ। অপেক্ষা শুধু কয়েক ঘণ্টার। এর মধ্যেই বাড়ির অন্যান্যদের সাথে লুকোচুরি খেলছিল রবিউল হাসান ইমন (৯)। লুকিয়েছিল ফ্রিজের পেছনে। কে জানতো সেখানে বিদ্যুতের ছেড়া তার কেড়ে নেবে তার জীবন।
গত রোববার সকালে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ায় সমবয়সীদের সাথে লুকোচুরি খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। ইমন ওই এলাকার মো. লোকমানের ছেলে। সে পূর্ব গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
নিহত ইমনের স্বজনরা জানান, সকাল ১১টার দিকে ইমন বাড়ির ছেলেদের সাথে লুকোচুরি খেলছিল। এর একপর্যায়ে ইমন চাচার ঘরের ফ্রিজের পেছনে লুকোতে গিয়ে বিদ্যুৎম্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুশান্ত দাশ বলেন, দুপুর ১টার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত ইমন নামের এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।












