পর্যটকে মুখর হ্রদ-পাহাড়ের রাঙামাটি

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৬ মে, ২০২২ at ৫:৩৫ অপরাহ্ণ

ঈদুল ফিতর-এর ছুটির অবসরে পাহাড় আর হ্রদের শহর রাঙামাটিতে জমেছে উৎসবের আমেজ। হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ি শহর রাঙামাটি। ঈদের ছুটির সাথে সাপ্তাহিক সরকারি বন্ধ যোগ হওয়ায় দীর্ঘ ছুটির আমেজ নিয়ে এই পাহাড়ি শহরে বেড়াতে চলে আসেন কয়েক হাজার ভ্রমণপিয়াসী পর্যটক।

পর্যটন ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন এবার করোনাভাইরাসের প্রকোপ না থাকায় পর্যটকরা রাঙামাটিতে বেড়াতে আসছেন।

নগর জীবনের কোলাহল থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে ইট-পাথরের শহর ছেড়ে হ্রদ-পাহাড়ের শহরে ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক।

পর্যটকদের জন্য মনোমুগ্ধকর কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য্য ছাড়াও পর্যটন কমপ্লেক্স এলাকায় হ্রদের ধারে দুই পাহাড়ের মাঝখানে স্থাপিত আর্কষণীয় ঝুলন্ত সেতু, পুলিশ পলওয়েল পার্ক, ডিসি বাংলো, রাজবন বিহার, বার্গী টুরিস্ট স্পট কিংবা আসামবস্তি-কাপ্তাই সড়কের অপরূপ সৌন্দর্য্য অবলোকন করতে আসছেন পর্যটকরা। বর্তমানে শহরের সরকারি রেস্ট হাউজ থেকে শুরু করে আবাসিক হোটেলগুলোতে রয়েছে প্রায় ৬০-৭০ ভাগ বুকিং।

রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, রাঙামাটি অত্যন্ত সুন্দর একটি শহর। এখানকার ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য দেখে খুবই ভালো লাগছে।

চট্টগ্রামের মীরসরাই থেকে বেড়াতে আসা কলেজ ছাত্র দিশান বলেন, “আমরা বন্ধুরা সবাই মিলে রাঙামাটি ঘুরতে এসেছি। এখানকার হ্রদ, সবুজ পাহাড় খুবই সুন্দর।”

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা তরুণী দীপা বড়ুয়া ও স্মৃতি সূত্রধর বলেন, কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য, ঝুলন্ত সেতু, সবুজ পাহাড় দেখে আমরা খুবই অভিভূত। প্রকৃতির রূপ যে এত সুন্দর হতে পারে তা ভাবতেই অবাক লাগে।

রাঙামাটি পর্যটন নৌযান ঘাট ম্যানেজার মো. রমজান আলী জানান, দুই বছর করোনার ফলে পর্যটকরা আসতে পারেনি। তবে এবার ঈদের লম্বা ছুটিতে পর্যটকরা রাঙামাটিতে বেড়াতে আসছেন এবং নৌভ্রমণও করছেন।

খুলনা থেকে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা মো. আসাদ বলেন, “আমরা এ প্রথমবার রাঙামাটিতে ঘুরতে এসেছি। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, হ্রদ অনেক জায়গায় ঘুরলাম। খুবই ভালো লাগছে।”

রাঙামাটি পর্যটন কর্পোরেশন-এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, “রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপনায় বর্তমানে মোটেলে ৭০ ভাগ রুম বুকিং রয়েছে। আজকেও দুপুর পর্যন্ত প্রায় দুই হাজার পর্যটক ভ্রমণ করেছেন।”

পূর্ববর্তী নিবন্ধরাউজানে প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপুকুরে গোসল করতে নেমে মারা গেল শিশুটি