পুকুরে গোসল করতে নেমে মারা গেল শিশুটি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ মে, ২০২২ at ৮:৩২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে পপি আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে লালানগর ইউনিয়নের ফকির পাড়া এলাকার মো. নাছেরের কন্যা।

আজ শুক্রবার (৬ মে) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পপি দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় তার মা পুকুরের দিকে দেখতে গেলে পুকুর ঘাটে মেয়ের কাপড় আর গামছা দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে তার নিথর দেহ দেখতে পায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “ফুটফুটে শিশু কন্যাটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

পূর্ববর্তী নিবন্ধপর্যটকে মুখর হ্রদ-পাহাড়ের রাঙামাটি
পরবর্তী নিবন্ধদ্বিগুণ ভাড়া দি‌য়েও গাড়ি পা‌ওয়া যাচ্ছে না দ‌ক্ষিণ চট্টগ্রা‌মে