সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িতে হামলা–ভাঙচুর

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ১:৩৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখিল এলাকায় এক সাংবাদিকের বসতঘরে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকের গাছের আম লুট করে নিয়ে যায়।

এ সময় তারা সাংবাদিকের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী সাংবাদিকের নাম সবুজ শর্মা শাকিল। তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি।

এ ঘটনায় শুক্রবার রাতে শ্যামল কান্তি শর্মা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা শাকিল বলেন, গত শুক্রবার বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসী তার বাড়িতে হামলা দেয়।

এ সময় তারা সবুজের ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীদের বাধা দিলে সন্ত্রাসীরা তার বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার উপর হামলা চালায়। এর আগে তার বাড়ির দুটি গাছের আম সব কেড়ে নিয়ে যায়।

ইউপি সদস্য আব্দুল মান্নান রবিন বলেন, সন্ত্রাসীরা কেন তার নাম ভাঙ্গিয়ে হামলা করেছে তা তার জানা নেই। তিনি এ হামলার সঙ্গে কোন ভাবে সম্পৃক্ত নন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আ.লীগ নেতাকে মারধরের ঘটনায় পুত্রসহ চেয়ারম্যান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কাদায় আটকে থাকা হাতিকে ৭ ঘণ্টা পর উদ্ধার