নগরীর আগ্রবাদ কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হল স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়দের জন্য ঈদের ফ্রি কেনাকাটা উৎসব। গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডিসি নর্থ আব্দুল ওয়ারীশ, নগর আ. লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ। প্রধান অতিথি বলেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ–সভাপতি আবুল হাসনাত বেলাল, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজীজ মিশির, আজাদ খান অভি, সরফরাজ নেওয়াজ রবিন, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর চৌধুরী তপু। উৎসবে ১২টি স্টল থেকে প্রত্যেকে পছন্দমত যে কোন ৩টি করে পণ্য নিতে পেরেছেন। এসব পণ্যের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, থ্রি–পিস,পাঞ্জাবি, চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। এতে এক হাজার হতদরিদ্র বিনামূল্যে কেনাকাটার সুযোগ পেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।