রাঙ্গুনিয়ায় আ. লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। প্রথম দিন উপজেলার পোমরা, বেতাগী, মরিয়মনগর, চন্দ্রঘোনাকদমতলী, হোসনাবাদ ও লালানগর ইউনিয়নে সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য ফরম বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, সদস্য শৈবাল চক্রবর্তী প্রমুখ। প্রথম পর্যায়ে সাত হাজার নতুন সদস্য সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নেতৃবৃন্দ জানান।

পূর্ববর্তী নিবন্ধমানুষের পাশে থাকে মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার