নগরীর তুলনামূলক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করছে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অর্থায়নে পরিচালিত মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার প্রদানের অংশ হিসেবে শহীদনগর মীর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে ওয়েল গ্রুপের পরিচালক, বিজিএমইএ এর ১ম সহ সভাপতি মহানগর যুবলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ওয়েল গ্রুপ গণকল্যাণমুখী ব্যবসায়িক কর্মকাণ্ডে বিশ্বাস করে। গ্রুপের মুনাফার অর্থে পরিচালিত মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন সুখে দুখে মানুষের পাশে থাকে। আমাদের এ কল্যাণমুখী কাজ যাতে চালিয়ে যেতে পারি এবং এর আরো বিস্তার ঘটাতে পারি আপনারা দোয়া করবেন। সম্প্রতি ৩নং পাঁচলাইশ ওয়ার্ড সি ইউনিট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মহিনের সভাপতিত্বে আমিনুল করিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কাশেম। বক্তব্য রাখেন মহানগর যু্বলীগ সদস্য মোহাম্মদ কফিল উদ্দীন, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যু্বলীগের আহ্বায়ক হাজী নাছির উদ্দীন, মহানগর ছাত্রলীগের সদস্য গোলাম মোস্তফা, আনিসুর রহমান মুন্না। এসময় আরো উপস্থিত ছিলেন আবদুল আজিজ, মুহাম্মদ বাদশা, মোজাম্মেল হোসেন মায়া, সাজ্জাদ হোসেন আসিক, নুরউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।