মসজিদে নববীতে শাহবাজকে দেখেই ‘চোর’ বলে স্লোগান

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ক্ষমতায় বসেই প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার তিনি দেশটিতে পৌঁছান। সফরের প্রথম দিনই তিনি বিব্রতকর অবস্থায় পড়েছেন। সেখানকার কিছু ক্ষুব্ধ পাকিস্তানি তাকে ‘চোর’ বলে স্লোগান দিয়েছেন। পাকিস্তানের পত্রিকা ডন বলছে, সৌদি আরব পৌঁছেই তিনি মসজিদে নববীতে যান। সেখানে শাহবাজকে দেখেই ‘চোর’ বলে স্লোগান দেয় একদল ক্ষুব্ধ পাকিস্তানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। আরেকটি ভিডিওতেও দেখা যায়, শাহবাজের সহযাত্রী মরিয়ম আওরঙ্গজেব ও শাহজেইন বুগতিকে লক্ষ্য করেও স্লোগান দেয় বিক্ষুব্ধ পাকিস্তানিরা। পেছন থেকে বুগতির চুল ধরে টানাটানি করতেও দেখা গেছে। খবর বাংলানিউজের।

তথ্যমন্ত্রী মরিয়ম দাবি করেছেন, এই ঘটনার কলকাঠি যে নেড়েছে আমি তার নাম বলতে চাই না। আমি এই পবিত্র ভূমিকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করতে চাই না।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ভিন্ন আমেজ ঈদ ও নির্বাচন
পরবর্তী নিবন্ধইসলামের মৌলিকত্বকে ধারণ ও চর্চা করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী