হাটহাজারীর উত্তর মাদার্শায় মাছুয়াঘোনা হ্যাচারিতে গতকাল শুক্রবার সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। হ্যাচারীর কার্যক্রম তদারকি করতে ১০ নং উপর মাদার্শা ইউপি চেয়ারম্যান সায়েদুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় এই ক্যামরা স্থাপন করা হয়েছে।
ডিম আহরণকারী মোহাম্মদ শফিউল আলম বলেন, হালদা নদী থেকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ডিম আহরণ করি। এক শ্রেণীর লোভী স্বার্থান্বেষী মহল ভেজাল রেনু পোণা বিক্রি করে হালদার সুনাম ক্ষুণ্ন করছে। তিনি জানান, হ্যাচারীতে রেণু ফুটানোর কার্যক্রম ধারণ করার জন্য সিসি ক্যামেরা স্থাপন তাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম সম্প্রতি ডিম সংগ্রহকারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে প্রত্যেক ডিম সংগ্রহকারীরা তাদের দাবির কথা ইউএনওর কাছে জানালে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করেন। ইউপি চেয়ারম্যান ইউএনওর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করে গতকাল শুক্রবার এই হ্যাচারীতে সিসি ক্যামরা স্থাপন করে দেন।












